বুধবার, ১৫ নভেম্বর, ২০১৭

স্বর্গের দুয়ারে

নিসঙ্গ তক্তপোষে বিনিন্দ্র নিশীথ রাত তাকে পাহারা দেয়।
কতিপয় রক্তচোষা মশকের বাদ্য অাজ তার খারাপ লাগে না।
অতপরঃ
একমুঠো সকাল, প্রভাতী রবির রাজটিকা
শিতল বায়ুর শিহরন নতুন যৌবনে মাখা।
মস্তকে রূপালী অাশ্বির্বাদ শিশির কণার
অভিনন্দন পথধূলির পায়ে সামনে চলার।
বালক একপলকে সমস্ত হৃদয়ের ক্যানভাসে
তাঁর ছবি অাঁকতে, বেরিয়ে পড়ে রাজপথে।
এক অনিন্দ্য সুন্দরের অপেক্ষা-
স্বর্গের দুয়ারে!



রঙ্গকাল

অামি মহাকাল

অামি অাকাশ অামি পাতাল অামি সুউচ্চ অামি পতিত। অামি নম্র অামি লৌহ অামি হার অামি বিজিত। অামি হাস্য অামি অশ্রু অামি মিলন অামি বিরহ। অাম...