শনিবার, ২৮ জানুয়ারী, ২০১৭

ভয়কে নিকুচি।

সমুদ্রে পেতেছি শয্যা,
শিশিরে ভয় কি?
অনলে গড়েছি বাসর,
শিখায় ভয় কি?

নির্বাসনে সপেছি জীবন
বিচ্ছেদে ভয় কি?
নিরুদ্দেশে বেছেছি লক্ষ্য,
হারাতে ভয় কি?

পাথরে বেধেছি বুক,
দুঃখে ভয় কি?
নদীতে ডুবিয়েছি অাখি,
কান্নায় ভয় কি?

অাকাশে ছড়িয়েছি সপ্ন
কালোমেঘে ভয় কি?
রাতে হয়েছি নিশাচর
অন্ধকারে ভয় কি?

দূর্গমে করেছি যাত্রা,
অনিষ্টে ভয় কি?
জীবনকে করেছি বলি,
মরণে ভয় কি?

কোন মন্তব্য নেই:

রঙ্গকাল

অামি মহাকাল

অামি অাকাশ অামি পাতাল অামি সুউচ্চ অামি পতিত। অামি নম্র অামি লৌহ অামি হার অামি বিজিত। অামি হাস্য অামি অশ্রু অামি মিলন অামি বিরহ। অাম...