মঙ্গলবার, ১৭ জানুয়ারী, ২০১৭

এইতো তবে মৃত্যু!

মৃত্যু! একরাশ সপ্ন অার জয়রথ অবসানের মৃত্যু। অসীম কষ্ট অবসানের মৃত্যু। অমেঘ সুখ, অাত্মতৃপ্তি ও সমৃদ্ধির মৃত্যু। অর্জিত সকল সফলতা, জ্ঞান ও ভালবাসার মৃত্যু। হ্যা, এইতো তবে মৃত্যু!
যেই অামি সারা জীবন সমাজ বন্ধন ছেড়ে শূধু একটি ভয়ে পালিয়ে বেড়িয়েছি যেন অামার মতো হঠকারী বিশ্বাসঘাতক সমাজে থাকলে অার ছলনা করা, হৃদয় ভাঙ্গা, খুন কিংবা অন্য কোন জঘন্য অপরাধ করতে না পারি।

সেই দুরন্ত অপরিমেয় অামি অাজ জীর্ণদেহের প্রতিচ্ছবি, শক্তিমত্তা হতে দুর্বলে পরিনত। যেই অামি মৃত্যুকে অালিঙ্গনের প্রত্যাশায় শয়তানের পথ বেছে নিয়েছিলাম, অাজ সেই অামি মৃত্যুর কোলে অসহ্য বেদনায় ছটফট করছি। 

বরাবরের মতো দৃষ্টির শেষ পলকে তোমার হাসি-কান্না মিশ্রিত মুখখানা দেখছি! অামার শ্রবণের শেষ ধ্বনিমালায় তোমার কণ্ঠস্বর শুনতে পাচ্ছি! তবে এই শেষ নিশ্বাস কেন অারো একটু দীর্ঘতর নয়? তোমার স্মৃতি নিয়ে অামি যে অারো কিছুক্ষণ বাঁচতে চাইছি এখন!

অামি কি অাবার ফিরে অাসতে পারবো তোমার বুকে? কোন এক নিযুত কোটি মহাকাল অন্তে অাবার কি তোমার দেখা পাবো? তোমার অাত্মাকে তখন কিভাবে চিনবো অামি? তখন তুমিই বা কোনরূপে থাকবে? প্রাণোচ্ছল কিশোরী, কৌমদী যুবতী, মাতৃস্নেহা জননী নাকি অসহায় বুড়ি?

যে মৃত্যু অামি সবসময় কামনা করেছি, এখন সেটাই অামার শত্রু হয়ে দাড়িয়েছে। তোমায় অামি অার কেন দেখতে পারছি না? কেন হারিয়ে যাচ্ছি অন্ধকার অতলে! কেমন যেন একটি তীব্র কষ্ট অার তৃষার্ত শুষ্কতম অনুভূতি! সত্যিই, মৃত্যু কখনো সুখের হয়না! 

এখন অন্যান্য জড় বস্তুর মতো অামিও পাথর হয়ে শুয়ে অাছি। অাত্মাটাও স্বার্থপরে মতো কোথায় চলে গেছে। এমন করে অারো সহস্র কোটি বছর এক অনন্ত নির্বাসনে পড়ে থাকবো। অার প্রিয়তমা, এক যুগের ন্যায় তুমি হয়ত বিরহের অশ্রুজল বুকেধরে অাজ রাতেও অামার জন্য প্রতিক্ষা করবে.......! ফিরে অাসার........!

#কল্পকথন

কোন মন্তব্য নেই:

রঙ্গকাল

অামি মহাকাল

অামি অাকাশ অামি পাতাল অামি সুউচ্চ অামি পতিত। অামি নম্র অামি লৌহ অামি হার অামি বিজিত। অামি হাস্য অামি অশ্রু অামি মিলন অামি বিরহ। অাম...