শনিবার, ২৮ জানুয়ারী, ২০১৭

বিভ্রান্ত মাঘ

উলের চাদরে অারাম কেদারায়-
'এক কাপ চা'
শীতোষ্ণমন্ডলেই বেশ অাছি।

নাতিশীতোষ্ণমণ্ডল ভুলে গেছি
বসন্তীরঙ শিকেয় তুলেছি।
বসন্তদূত দুয়ারে অসময়ে
কড়া নাড়ো!

শীতের প্রভাতে নরম রোদে-
'এক গ্লাস রস'
মাঘের কাঁপুনিতেই বেশ অাছি।

শরৎ পূর্ণিমা ভুলে গেছি
রক্তজবা বিকিয়ে দিয়েছি।
দক্ষিণ পবন  অসময়ে-
মৃদু হাঁকো!

নিশি রাতে লেপের তলে-
'ঠান্ডা অায়েশী ঘুম'
শৈতপ্রবাহে বেশ অাছি।

অাষাঢ় বাদল ভুলে গেছি
বর্ষাজল দাদন দিয়েছি।
বসন্ত কোকিল অসময়ে-
সুর তোলো!

কোন মন্তব্য নেই:

রঙ্গকাল

অামি মহাকাল

অামি অাকাশ অামি পাতাল অামি সুউচ্চ অামি পতিত। অামি নম্র অামি লৌহ অামি হার অামি বিজিত। অামি হাস্য অামি অশ্রু অামি মিলন অামি বিরহ। অাম...