সোমবার, ২৩ জানুয়ারী, ২০১৭

স্তবক প্রিয়তমায়

তুমি নিদ্রাচ্ছন্ন-
তুমি অামাতে মগ্ন জানতে পারায়,
অামি নিশ্চিত হয়েছি-
তোমার বেষ্টিত  নিরাপত্তায়।

ভালবাসার ঐ অসীম-
বিশ্বস্ত ধারাবাহিকতায়,
অবলাল বিশুদ্ধ সূত্রে-
দুবাহুতে অাকড়েছ অামায়।

এ দাশ অাজি-
তোমার বুকে মাথা ঠাঁয়,
মম শৃঙ্খলাবদ্ধ হাত-
দুটি সঁপে তোমায়।

অঞ্জলী দিয়েছি-
তোমার ঐ অাবক্ষ হৃদে,
প্রাণ সপেছি গোঁ তবে-
ওই অাচঁলের ছায়ায়।

ভালবাসি বলেছি হে-
প্রিয়তমা ঐ কানে কানে,
হেলেছি দুলেছি হৃদয়ে-
হৃদয়ের অাদিম অাকর্ষণে।

কৃতজ্ঞময়ীর অার্শ্বীবাদে-
অাজি ভালবাসার তীরে।
ভালবাসি, ভালবাসি তোমায়-
হে প্রিয়, জনমে জনমে।

কোন মন্তব্য নেই:

রঙ্গকাল

অামি মহাকাল

অামি অাকাশ অামি পাতাল অামি সুউচ্চ অামি পতিত। অামি নম্র অামি লৌহ অামি হার অামি বিজিত। অামি হাস্য অামি অশ্রু অামি মিলন অামি বিরহ। অাম...