বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী, ২০১৭

প্রতিজ্ঞাময় প্রেমী

একটা ফুল লাল, কলি হলুদ
মধ্যে কেন অমিল, বুঝতে পারে অবোধ।
এটা অাকাশ নীল, মেঘ সাদা
মধ্যে কেন অমিল, বুঝতে পারে বোকা।

একটা সাগর হীম, জল নীলক,
মধ্যে কেন অমিল, বুঝতে পারে নির্বাক।
একটা কানন  লাল, পাতা সবুজ
মধ্যে কেন অমিল, বুঝতে পারে অবুঝ।

একটা কয়লা কালো, হিরে সাদা
মধ্যে কেন অমিল, বুঝতে পারে ভেদা।
একটা বৃক্ষ সবুজ, কাণ্ড কালা,
মধ্যে কেন অমিল, বুঝতে পারে গাঁধা।

তবুও-
অমন যে সে মহাময়ী সেও বুঝেছে ভুল,
ভুল করে তাই বিষ ঠেলেছি
নীল ভ্রমরের  হুল।

অমন যে সে বর্ণচোরা সেও বুঝেছে ভুল
ভুল করে তাই কষ্ট দিয়েছি
অশ্রু জলের রোল।

অমন যে সে প্রজ্ঞাময়ী সেও কষেছে ভুল
ভুল করে তাই নিকেশ  করেছি
বিরহ অনলের দোল।

হে-
অবনী, তোমায় ঐ স্পর্শহীন বাহু
অামায় অার উত্তেজিত করে না।
পুষ্প, তোমায় ঐ উত্তাপহীন সৌরভ
অামায় অার কামনায় ভাসায় না।

শশী, তোমার ঐ শীতলা জোছনা
অামার অার উদ্বেলিত করে না।
পুষণ, তোমার ঐ জ্যোতিহীন অালো
অামায় অার অাকর্ষণ করে না।

এখন-
অামার চাই জীবন্ত মাংসপিন্ডের দলা
অামার চাই রক্তে মাংসে গড়া প্রতিমা।
অামার চাই কামনার ছাঁচে উত্তাপ দেহ
অামার চাই যৌবনের শিহরিত স্পর্শ।

অতঃপর-
অামার অাগুন বন্ধক রেখেছি
অন্য কোন পদ্ম বনে,
পদ্ম কন্টক সঙ্গে নিয়েছি
হারিয়ে গহিন তিমির কুঞ্জে।

অামার অনুভূতি বিক্রি করেছি
অন্য কোন রঙ্গ বাজারে,
রঙ্গ বিষ সঙ্গে নিয়েছি
হারিয়ে সীমাহীন অচিনপুরে।

কোন মন্তব্য নেই:

রঙ্গকাল

অামি মহাকাল

অামি অাকাশ অামি পাতাল অামি সুউচ্চ অামি পতিত। অামি নম্র অামি লৌহ অামি হার অামি বিজিত। অামি হাস্য অামি অশ্রু অামি মিলন অামি বিরহ। অাম...