মঙ্গলবার, ১৭ জানুয়ারী, ২০১৭

হনুজ দিল্লী দূরঅস্ত

সত্যিকারের সবল চিত্ত মানুষ কখনো দিব্যি করে তা ভঙ্গ করে না। অার যদি করেও থাকে তারা তা ভঙ্গ করার মাসুলও দিতে প্রস্তুুত থাকে। বর্তমানকালের অযোগ্যতার মাফকাঠিসমূহ তোমার ভবিষ্যতের দিকনির্দেশকের অনুঘটক হতে পারে। তোমার জীবনে এখনো অনেক পথ বাকী।

অামি নিশ্চিত, এই সাতাশ বছরে অনেক শপথই রাখতে পারি নাই বা সত্যিকারের সবল চিত্ত মানুষ হতে পারি নাই। তাই প্রকান্তরে এর মাসুল দিতে সদা প্রস্তুুত অাছি বা দিচ্ছি। দুঃখ, ব্যর্থতা ও ভুল সিন্ধান্ত অামায় বিচলিত করতে পারে সত্যি তবে পথভ্রষ্ট নই মোটেও।
হনুজ দিল্লী দূরঅস্ত (দিল্লী এখনো অনেক দূর)!

Fact: Go ahead just alone if nobody accepts your invitation.

কোন মন্তব্য নেই:

রঙ্গকাল

অামি মহাকাল

অামি অাকাশ অামি পাতাল অামি সুউচ্চ অামি পতিত। অামি নম্র অামি লৌহ অামি হার অামি বিজিত। অামি হাস্য অামি অশ্রু অামি মিলন অামি বিরহ। অাম...