মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০১৭

পদ্মাবতীর মধূঘাটী

পদ্মাবতী পদ্মমুখী
কোথায় তোমার বসতবাড়ী?
পদ্মাবতী পদ্মনারী
কোথায় তোমার মধূঘাটী?

যৌবনের উঠোন কোণায়
উঁকি দেয় ঐ গোপন গর্ত।
ভ্রমর হয়ে তুলবো মধূ
এটাই অামার প্রথম শর্ত।

ভ্রমর এসে উড়বো উঁঠোনে
পুড়বো হুল গর্তে কোঁণে।
মসনদ গেড়ে রইব ঠাঁয়
পদ্মাসনের স্বপ্ন ছোয়ায়।

পদ্মবতীর পদ্মঘাটি
পদ্মনারীর পদ্মনাভী।
খাবো সব পদ্ম ঘাটি
বানবো এক বসত পাটি।

পদ্মাবতী পদ্মানারী
গর্ত খুড়ি, ঘর গড়ি।
পদ্মাবতী পদ্মমণি
স্বপ্ন গড়ি, ভালবাসি।

কোন মন্তব্য নেই:

রঙ্গকাল

অামি মহাকাল

অামি অাকাশ অামি পাতাল অামি সুউচ্চ অামি পতিত। অামি নম্র অামি লৌহ অামি হার অামি বিজিত। অামি হাস্য অামি অশ্রু অামি মিলন অামি বিরহ। অাম...