মঙ্গলবার, ১৭ জানুয়ারী, ২০১৭

কুৎসিত পিশাচীনী

এবার সে সম্পূর্নরূপে বিধ্বস্ত। অবশেষে সে জানতে পারে তার প্রিয়তমা চিরতরে হারিয়ে গেছে। সে যদি কখনো বা ফিরেও অাসে, তবে তার প্রিয়তমা রূপে নয়, একজন দুষ্ট প্রবৃত্তির দাসী অথবা কুৎসিত পিশাচীনী হয়ে ফিরবে।

পথ চলতে যাকে দেখবে তার প্রতি ভয়াল দৃষ্টি হানবে। হয়তবা অপরাধ করার উদ্দেশ্যে চোরের মতন ওত পেতে বসে থাকবে। কারন যে একাবার তার সবচেয়ে প্রিয় অারধ্য ধনকে হারিয়ে অাত্মবিসর্জনের বলি হয়, সেই প্রেমিকার অার কিই বা হারানোর ভয় থাকে?

কোন মন্তব্য নেই:

রঙ্গকাল

অামি মহাকাল

অামি অাকাশ অামি পাতাল অামি সুউচ্চ অামি পতিত। অামি নম্র অামি লৌহ অামি হার অামি বিজিত। অামি হাস্য অামি অশ্রু অামি মিলন অামি বিরহ। অাম...