বুধবার, ১ ফেব্রুয়ারী, ২০১৭

উদ্বেল বসন্ত

বসন্ত দুয়ারে অাগমনী হেঁকেছে
দক্ষিণ পবনের স্বপ্নছোয়ায়।
কোকিল অাজি গাইতে নেঁমেছে
বাঘ কাপুনির রূপকথায়।

শিশির ডগায় রামধনু সেঁজেছে
কুয়াশা বিলীনের ঋতুকলায়।
লেপের তলে অাগুন বিঁধেছে
শীত মামার অন্তিমসময়।

ফুল কাননে উল্লাস মেঁতেছে
প্রজাপতি নৃত্যের ছন্দমায়ায়।
ওলিতে ভ্রমর নায়তে ডুঁবেছে
পরাগ রেনুর কর্মলীলায়।

মাঘের অাকাশে বান ডেঁকেছে
সবুজ কুচির কথামালায়।
ফাল্গুনী তার খোপায় গেঁথেছে
পলাশ রাঙ্গার রক্তছায়ায়।

বালিকা পায়ে অালতা মেঁখেছে
নুপুর কিঙ্কণের ভালবাসায়।
রাঙাবউ চোখে কাজল দিঁয়েছে
হৃদয় হরণের ভালবাসায়।

বাসন্তী কপালে টিপ সেঁঠেছে
হলুদ শাড়ীর জড়ানো মায়ায়।
সকল হিমু নিরুদ্দেশ হঁয়েছে
রূপাদের সেই উঠোনতলায়।

কোন মন্তব্য নেই:

রঙ্গকাল

অামি মহাকাল

অামি অাকাশ অামি পাতাল অামি সুউচ্চ অামি পতিত। অামি নম্র অামি লৌহ অামি হার অামি বিজিত। অামি হাস্য অামি অশ্রু অামি মিলন অামি বিরহ। অাম...