বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী, ২০১৭

সৌভাগ্যের অবতার


অালেয়ার বেশে তুমি নয় সত্য  

ধারন করতে হৃদে সবকিছু মন্দ।
তবু সঞ্জীবনী মৃতে, অকট্য শাশ্বত 
অবতার তুমি অামার সৌভাগ্য।

তোমার  অামার যুদ্ধ রহে নিরব

ধ্বনিত হয় না প্রাণ পৃথিবীতে।
অাবার অামাদের মিলন বাসর
বহিঃগমন হয় না সংসারকুলে।

তোমার অামার দন্দ ঠান্ডা

ব্যাপন হয় না বায়ুমন্ডলে।
অাবার অামাদের সন্ধিমালা
দৃশ্যমান রয় না ধরনীতলে।

খেলাচ্চলেই হও নিষ্ঠুর ও অমঙ্গল

নিছকই তুমি নমনীয় অথবা ভঙ্গুর।
বেহুদাই খেলো মরণ বাজি ও জুয়া
অকারনে অঙ্গার অথবা ব্যর্থ কান্না।

পঙ্কিল ভালবাসায় তো মধুর বানী

পূত মহব্বতে তো কুৎসিত গালি।
বিচ্ছিন্নতায় তো একত্রের প্রেষণা
বন্ধনে অাবার ছিন্নতার কুমন্ত্রণা।

তবে ফিরিয়ে দাও সজিবতা

যেখানে কেবল তোমারি গান।
সাগরে বাড়িয়ে দাও সুনীল
যা শুধুমাত্র তোমারি দান।

তুমি অাবার অামাকে পাবে

ঐ  সুখী অাত্মার মাঝে।
তুমি অাবার ঢেউ এ মিলাবে
ঐ প্রশস্ত বাহুর ডোরে।

চেয়ে দেখো বিস্তর জলরাশি

ছুয়ে দেখ রোদের ফুলকি।
দেহে মাখো শীতল প্রবাহ
ভেসে অাসো বিসৃত মহাশুন্য।

ঐ প্রশ্বাসে অামি পাল তুলি

অব্যক্ত কহুতে অামি ফিরে অাসি।
অদৃশ্য দৃষ্টিতে অামি ভেসে উঠি
বেহুশ মনে অামি উদ্রেক করি।

ঐ বক্ষভাগে শিয়র ঠেঁকি

সাজাই ভালোবাসা, ছন্দ।
হম এখন সময় সদাই করা
শুধু সুখ, অার শুধূই অানন্দ!

কোন মন্তব্য নেই:

রঙ্গকাল

অামি মহাকাল

অামি অাকাশ অামি পাতাল অামি সুউচ্চ অামি পতিত। অামি নম্র অামি লৌহ অামি হার অামি বিজিত। অামি হাস্য অামি অশ্রু অামি মিলন অামি বিরহ। অাম...