বুধবার, ৮ ফেব্রুয়ারী, ২০১৭

সাদার_মাঝে_কালো

নতুন ভোরের নবদিগন্তে
রাঙ্গা প্রভাত সুবাস খোজে।
শীতেরা এসে জাপটে ধরে
বসন্তরা সব লুকিয়ে থাকে।

সপ্তবর্নার এই মায়ার জালে
অাকাশ গোধূলীর রং খোজে।
কালো মেঘ এসে ডেকে ফেলে
দিবাকর শুধু ঝিমিয়ে পরে।

অাসমানী সুবজে এই জীবন্তে
প্রাণরা বাঁচার অাকুতি করে।
ছলনারা এসে গ্রাস করে
অনুভূতি গুলো নিথর থাকে।

হলুদ বেগুনির এই সময়পথে
হৃদয়েরা অাত্মার খোরাক খুজে।
ভুলেরা নিরবে গরল ঢালে
ভালবাসা সকল ডুকরে ওঠে।

সাদা কালোর এই সংসারে
ছায়ারা অালোর প্রহর গুনে।
মরীচিকা এসে ভুলে রাখে
অালোরা শুধু নিশ্চুপ থাকে।

লাল নীল এই  শহরে
দুঃখীরা স্বপ্ন বুনে চলে।
মিথ্যেরা সব নেয় কিনে
পতিতরা শুধু চেয়ে দেখে।

কোন মন্তব্য নেই:

রঙ্গকাল

অামি মহাকাল

অামি অাকাশ অামি পাতাল অামি সুউচ্চ অামি পতিত। অামি নম্র অামি লৌহ অামি হার অামি বিজিত। অামি হাস্য অামি অশ্রু অামি মিলন অামি বিরহ। অাম...