শনিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০১৭

ইচ্ছে সপ্ন ১

কালাত্তীর্ণ অতিক্রান্তে
তোমাতে চিরঞ্জীব হতে।
শ্রাবণের মেঘমালায়
প্রিয়দিবাকর হতে

অমাবশ্যায় শিখা
অর্নিবান হতে
চৌত্রের তপ্তে কৃষ্ণচূড়ার
লাল ছায়া হতে

পৌষের কনকনেতে
জোষ্ঠের উষ্ণ হতে
কার্তিকের অনিশ্চয়তায়
শরতের কাশফুল হতে

অাষাড়ের বন্যায়
ফাল্গুনি ফুল হতে
বর্ষার ঘনঘটায়
অগ্রহায়নের নবান্ন হতে

ভাদ্রের কালভেদ্রে
বৈশাখী মেলা হতে,
মাঘের শুষ্কতায়
অাশ্বিনের রক্তজবা হতে

ষরঋতুর বারমাসে
তেরো পার্বণ হতে।

কোন মন্তব্য নেই:

রঙ্গকাল

অামি মহাকাল

অামি অাকাশ অামি পাতাল অামি সুউচ্চ অামি পতিত। অামি নম্র অামি লৌহ অামি হার অামি বিজিত। অামি হাস্য অামি অশ্রু অামি মিলন অামি বিরহ। অাম...