সোমবার, ৬ ফেব্রুয়ারী, ২০১৭

জীবন্ত স্বপ্ন (মাত্রাবৃত্ত)

যখন নামে অাকাশ ধরা তলে
যেথায় পাখি ডাকে সুরের তালে।
যখন রাতের নিকশ মুছে দিনে
যেথায় ফুলেল সুবাস মেলে ভোরে।

যখন চাদের অালোর গল্প চলে
যেথায় জোনাকি সাঁঝে জ্বলে নিভে।
যখন নিরব গোধূলীর রং সাজে
যেথায় পাখিরা ফিরে অাপন নিড়ে।

যখন অমিলরা সব সামনে অাসে
যেথায় বিরহের অাভাস ঘুরে ফিরে।
যখন কল্পনা সকল অাড়ি বাধে
যেথায় গল্প নিজেরা হারিয়ে স্মৃতিতে ।

যখন হৃদয় মাঝে বাঁশি বাজে
যেথায় ঠোটের কোণে দুঃখ হাসে।
যখন সপ্ন ছায়ায় প্রিয় খোজে
যেথায় সখির মায়ায় অশ্রু ঝড়ে।

যখন সুখেরা সবাই খুসি হয়
যেথায় প্রেমী প্রেম ফিরে পায়।
যখন সপ্ন অাবার জীবন্ত হয়
যেথায় অাবার তাদের মিলন হয়।

কোন মন্তব্য নেই:

রঙ্গকাল

অামি মহাকাল

অামি অাকাশ অামি পাতাল অামি সুউচ্চ অামি পতিত। অামি নম্র অামি লৌহ অামি হার অামি বিজিত। অামি হাস্য অামি অশ্রু অামি মিলন অামি বিরহ। অাম...