সোমবার, ১৩ ফেব্রুয়ারী, ২০১৭

বসন্ত

পলাশ ফুলের রক্তিম মেলা
প্রভাত অাজ অাপন রাঙ্গা।
অাম্র কাননে মুকুলের দোলা।
অাজ অাকাশে হলদে ছোয়া!

গাঁদা কুড়ির অন্তিম বরণ।
অলির মুহু ঘ্রাণের ব্যাপন।
জারুলে হলদে পাখির নাচন
দঃক্ষিণ প্রবাহে প্রাণ সঞ্জিবন।

কোকিলের অাজ প্রাণের সুর
সবুজের ঐকতান কি সুমধুর।
দিবস বাঁকে দিবাকরের যৌবন
রাত নিশিতে তাঁরার অালোরন।

দিঘলীর কেশে গাঁদার খোপা
পলাশ রাঙ্গা পায়ে অালতা।
বাসন্তী শাড়িতে অঙ্গ ঢাকা
পেলব হাতে চুড়ির মায়া।

রমনীর গলে বেলীর গন্ধ
পায়ে বাজে নুপুরের ছন্দ।
রক্তের হোলি গোলাপী ঠোটে
ভাগ্য টিকায় তিলক অাঁকে।

প্রিয়তায় বুকে মাথা গুজি
রেখ করে চির বসন্তসখী।
অাজ যে ফাল্গুন প্রিয়তম!
হলুদ প্রেমে জাগে অানন্দ।

প্রোজ্জ্বল ইস্ক সপি নত শিরে
এক জীবন বিসর্জন ঐ বুকে।
অর্ঘ পদ্মমুখে অর্পন বসন্তী ভালবাসা
হৃদয় সপে ঠাঁয় হলুদ পাঞ্জাবীওয়ালা।

কোন মন্তব্য নেই:

রঙ্গকাল

অামি মহাকাল

অামি অাকাশ অামি পাতাল অামি সুউচ্চ অামি পতিত। অামি নম্র অামি লৌহ অামি হার অামি বিজিত। অামি হাস্য অামি অশ্রু অামি মিলন অামি বিরহ। অাম...