শুক্রবার, ৩০ মার্চ, ২০১৮

বৃষ্টিকে ভালবেসে!


হে নিরদ!
গুরগুরে চিত্ত অশান্ত জলদের দোলে
টিপটিপ স্তননে ডর হয় বুকের কোণে।

হে কজ্জল!
অামি অয়ন অাচ্ছন্ম রই নিশুতির অাগে
অাজ তোমার প্রথম বর্ষা অামার ভুবনে।

হে মেঘলা!
মর্ত্য অাজ সজীব হয় তোমার বিসর্জনে
চৌচির বুকের পিয়াস মিটাই উষ্ণ নীরে।

হে পুষ্কর!
বাদল ধারায় সহস্র  অভ্রংলিহ যাই এঁকে
অাজলা ভরে জলটি রেখো অামার নামে।

অভ্রংলিহ যাই এঁকে-
বৃষ্টি তোমায় ভালোবেসে! 

রঙ্গকাল

অামি মহাকাল

অামি অাকাশ অামি পাতাল অামি সুউচ্চ অামি পতিত। অামি নম্র অামি লৌহ অামি হার অামি বিজিত। অামি হাস্য অামি অশ্রু অামি মিলন অামি বিরহ। অাম...