বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৪

হে ভ্যালেনটাইন!

হে অঙ্গনা,

মোহিনী রুপে মহুয়া ফুলের ছোঁয়া

মন পবনে ঝড় তুলে হলুদ ভালবাসা।

ফাগুন শিখায় জ্বলজ্বলে ক্যামেলিয়া

দাও ছড়িয়ে সুবাস তব সুরৎ আভা।


প্রেমময় বসতির অমোঘ শপথে

দূর্গম যাত্রার ক্লান্তি শেষে-

বিস্মৃত হৃদয় খুঁজে ফিরি বাহু

ওমতে চায় তোমার বুকে।


রক্ত কাঞ্চন মায়ার প্রভাতে

অথবা পলাশ রাঙ্গা লাজুক দুপুরে-

তোমায় ছুঁতেই অলস প্রহরে

হে প্রিয়তম, বসন্ত এসে গেছে!


মম উমেদ সমর্পন করিলাম তব হাতে

হৃদয় মাঝে ছোট্ট করে রেখো যতন করে,

রূপকথার ভালবাসা এঁকেছি চোখে

মনের মত সাজিয়ে নিয়ো আপন নিড়ে।


হে ভ্যালেনটাইন!

প্রতি প্রহরে তোমায় ভালোবাসবো

বারংবার প্রেমে পড়বো।।

বিশ্ব ভালবাসা দিবসের আরত্ত

বর্ষপঞ্জি জুড়ে ভ্যালেনটাইন হবো।।

রঙ্গকাল

অামি মহাকাল

অামি অাকাশ অামি পাতাল অামি সুউচ্চ অামি পতিত। অামি নম্র অামি লৌহ অামি হার অামি বিজিত। অামি হাস্য অামি অশ্রু অামি মিলন অামি বিরহ। অাম...