শুক্রবার, ২৬ মে, ২০১৭

হৃদয়ে হৃদয়

দিন শেষে তাঁর গোধূলী বেলা
মম হৃদয় তলে স্বপ্ম অাঁকা।
বিলি একমুঠো সুখের বাতাস
নিশীথে বিঁধে চন্দনী  সুবাস।

পলাশ রাঙ্গা রোদের ঝিলিক
ঘুম হৃদয়ে প্রেমের হিরিক।
ছায়াবিথী সবুজ অকাল মরণ
জলের বাঁকে ধায় উর্মি দোলন।

অাকাশে তার প্রেমের রবি
মন পবণে ঐ ডাকের চিঠি।
মেঘকালো দিঘল কেশবিথী
নিকর দেহে রূপের দূতি।

বিঁধেছি সুরে বিরহী বাশি
বিজনে সহৃদয় হাহাকারী।
হিয়ায় জ্বালি স্বপন বাতি
তুমি বিনে তবু নাহি বাঁচি।

দোলাচল বায়ু মন উরিউরি
অর্ঘ তবে প্রিয় পায়ে সপি।
ওষ্ঠ দোলে ঐ চিকন হাসি
অর্হনিশী ঠাঁয় চেয়ে থাকি।

অাখির কোণে চাই স্বপ্নবাড়ি
বাহুডোরে খুজি সুখের দাড়ি।
চুপিসারে অামি তাঁকে ডাকি
সপ্তরং-এ চলো হোলি খেলি।

সুধাই প্রিয় তবু নয়নজলে
এসো সকল পিছন ফেলে
শপথে হৃদয় হৃদয়ে রাখি
চল মোরা যাই স্বর্গ পাড়ি।

শুক্রবার, ১২ মে, ২০১৭

লাজুক লতা

লালসালু লহমায়
লোভার্ত লালসায়।
লাজুক লালাময়
লোচন লীলাময়।

লোকেশ লয়  ললনা 
লেগেছে লৌহ লেঠা।
লেশমাত্র লাগে লাভ
লোহিত লাল লজ্জা।

লুণ্ঠিত ললিতা
লবঙ্গ লতিকা
লানত লিপিকা
লৌকিক লুঠেরা।

লালসালু লাবণ্যময়ী
লিনেন লাস্যময়ী।
লাখসই লাজবাব
লা লা লা-
'লাজুক লতা'।

বুধবার, ৩ মে, ২০১৭

নতুন কুঁড়ি

বৃক্ষজাতে সুখের দোল
নতুন কুঁড়ির অাগমন।
খুশির বান বাঁকে বাঁকে
বায়ু কল্লোলের প্রবহণ।

প্রভাত রাঙ্গার নতুন দিবস
জাগে নতুন প্রাণ।
নীল অাকাশে রোদের ঝিলিক
পাখপাখালির গান!

তাঁরারা সকল নায়তে নামে
চাঁদ পূর্ণিমার রাতে।
জোনাকির দল মেলায় বসে
মিটমিটি বাতি জ্বেলে

কাঠবিড়ালী ছন্দে নাচে
নতুন কুঁড়ির উঠোনে।
বিড়াল ছানা বেজায় খুসি
নতুন খেলার সাথীতে।

নুতন দিনে ফিরে পাই
নতুন মায়ার ঠাঁই।
নতুন কুঁড়ির নাম দিব কি
ভেবে নাহি পাই।

কুঁড়ি তোমায় অাশীর্বাদ
সুখেরা দিক ধরা।
কুঁড়ি তোমার হাতে হোক
সপ্নের পথ চলা!

রঙ্গকাল

অামি মহাকাল

অামি অাকাশ অামি পাতাল অামি সুউচ্চ অামি পতিত। অামি নম্র অামি লৌহ অামি হার অামি বিজিত। অামি হাস্য অামি অশ্রু অামি মিলন অামি বিরহ। অাম...