বুধবার, ৩ মে, ২০১৭

নতুন কুঁড়ি

বৃক্ষজাতে সুখের দোল
নতুন কুঁড়ির অাগমন।
খুশির বান বাঁকে বাঁকে
বায়ু কল্লোলের প্রবহণ।

প্রভাত রাঙ্গার নতুন দিবস
জাগে নতুন প্রাণ।
নীল অাকাশে রোদের ঝিলিক
পাখপাখালির গান!

তাঁরারা সকল নায়তে নামে
চাঁদ পূর্ণিমার রাতে।
জোনাকির দল মেলায় বসে
মিটমিটি বাতি জ্বেলে

কাঠবিড়ালী ছন্দে নাচে
নতুন কুঁড়ির উঠোনে।
বিড়াল ছানা বেজায় খুসি
নতুন খেলার সাথীতে।

নুতন দিনে ফিরে পাই
নতুন মায়ার ঠাঁই।
নতুন কুঁড়ির নাম দিব কি
ভেবে নাহি পাই।

কুঁড়ি তোমায় অাশীর্বাদ
সুখেরা দিক ধরা।
কুঁড়ি তোমার হাতে হোক
সপ্নের পথ চলা!

কোন মন্তব্য নেই:

রঙ্গকাল

অামি মহাকাল

অামি অাকাশ অামি পাতাল অামি সুউচ্চ অামি পতিত। অামি নম্র অামি লৌহ অামি হার অামি বিজিত। অামি হাস্য অামি অশ্রু অামি মিলন অামি বিরহ। অাম...