বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০১৭

দলছুট হরিণ

বিচ্ছিন্নতায় অলোকসৃষ্টি 
বিসর্জনে হারায় দিব্যদৃষ্টি।
অাত্মত্যাগে অরণ্যবাসী
অভিমানে সে অচীনপুরী।

বন্ধনহীন সংসার বিমুখতা
অমবশ্যায় নির্বাসিত একলা।
অদৃশ্য জনপদে ভ্রান্ত চেতনা
নিসঙ্গ যাপনে নির্মম বেদনা।

ঝড়া পাতার শুকনো গদ্য
চৈতালীর চৈচিরে তপ্ত পদ্য।
বিনিদ্র রজনীর গুপ্ত অশ্রুধারা
একপেশে শিরয়ে বিষ যাতনা।

ফাল্গুনে তার মাঘের কষ্টদোল
একলা যাপনে চাপা বিরহানল।
অবহেলা পাহাড়ের নীল বেদন 
সূর্যগ্রহণে কালোর নিরব ব্যাপন।

দলছুট হরিণ চেনা পথ খোজে
অতীত স্মৃতিপট হাতরে ফেরে।
গোলক ধাঁধায় একুল-ওকুল  ছুটে 
 অাবার যদি ফিরে প্রিয়দের নীড়ে!

কোন মন্তব্য নেই:

রঙ্গকাল

অামি মহাকাল

অামি অাকাশ অামি পাতাল অামি সুউচ্চ অামি পতিত। অামি নম্র অামি লৌহ অামি হার অামি বিজিত। অামি হাস্য অামি অশ্রু অামি মিলন অামি বিরহ। অাম...