শুক্রবার, ১৪ এপ্রিল, ২০১৭

অভিমানি সন্তান

অভিমানের কাটায় বিধেছি
এক জীবন বিবাগী হয়েছি।
মাগো! তোমার কণ্ঠের বাণী
এই হভাগা ভুলতে বসেছি।

স্নেহময়ী বুকের ভালবাসা
স্বর্গীয় ঐ হাতের ছোয়া।
তোমায় অাবার খুজে ফেরা
মা! মা!তোমার হাসির ছায়া।

নিঃশব্দে করি অাত্মচিৎকার
বয়ে যায় অশ্রুর জলধার।
নারীর বন্ধনের হাহাকার
বুক ভরা বেদনার বালুচর।

অচেনা পথ পাড়ি দিয়ে
একলা অামি দাড়িয়ে।
খুজে ফিরি এদিক ওদিক
তোমার অাচঁল পেতে।

অাবছা মায়াময় মুখ খানি
ঐতো বাবা ডাকে সুমধূর বানী।
ভেজা চোখে সোনামণির অাঁশে
অাজো ঠাঁয় বসে সেই পথ পানে।

মা! তোমার অভিমানি সন্তান
চললো নিরুদ্দেশর পথে।
দূরে মা! অামি অনেক দূরে
হারিয়ে ঐ না ফেরার দেশে।

কোন মন্তব্য নেই:

রঙ্গকাল

অামি মহাকাল

অামি অাকাশ অামি পাতাল অামি সুউচ্চ অামি পতিত। অামি নম্র অামি লৌহ অামি হার অামি বিজিত। অামি হাস্য অামি অশ্রু অামি মিলন অামি বিরহ। অাম...