শুক্রবার, ১৪ এপ্রিল, ২০১৭

গল্প তবু অপূর্ণ

একলা পথিক, পথহারা পথিক
নতুন পথের অাবিস্কারে
দূর অাকাশকে সাক্ষী রাখে 
শপথ করে সূর্যের নামে।

সুখ ছড়ায় সে রোদের কণায়
দুঃখ বিলোয় বায়ু চাদরে।
ভর পূর্ণীমায় সে ভালবাসে 
নিকশ অমানীশায় বিচ্ছেদ রচে।

ধরাতলের স্বর্গ পেতে
হারায় অর্বাচীন প্রান্তে।
ভাসে নহর ঝংকারে
ডুবে সীমান্ত হিমাঙ্কে।

পথিক হাঁসে-
সান্ধ্য জোনাকির মিলন দেখে,
পথিক কাঁদে-
ঐ একলা চাঁদের বিরহী ডাকে।

অাশায় বসতি তার
বউ কথা কও এর অাহ্বানে।
স্বপ্নের ভঙ্গ তার
ঐ নির্ঘুম পাখির একলা বাসরে।

জীবনের গল্প লেখে সে-
শুধুই অাপনাকে ভালবেসে।
গল্প তবু অপূর্ণ রয়,
অাহা কাঁহারে যেন খুঁজে ফিরে!

কোন মন্তব্য নেই:

রঙ্গকাল

অামি মহাকাল

অামি অাকাশ অামি পাতাল অামি সুউচ্চ অামি পতিত। অামি নম্র অামি লৌহ অামি হার অামি বিজিত। অামি হাস্য অামি অশ্রু অামি মিলন অামি বিরহ। অাম...