শনিবার, ১৫ এপ্রিল, ২০১৭

ভালবাসা মারহাবা

প্রণয় তরী! প্রণয় সখি!
ভালবাসি ঐ মধূর হাসি!
প্রণয় দিশা, প্রণয় শিখা!
প্রেমে জ্বলি, প্রেমে মরি!

পুশি বিলাই "মিউ মিউ"
ডেকে বেজায় খুসি!
অাচঁল তলে বুকের মাঝে
লুকোতে অামি রাজি!

তোর লজ্জা অামার মুখে
এঁকে নিতে পারি!
তোর কথার সুরে অামি
নাচতে পারি ভারি!

এই তা-তা থৈ থৈ
তা-তা থৈ থৈ,
তা-তা ধিন ধিন
তা-তা ধিন ধিন!

তা-তা ধিন তা
তা-তা ধিন তা,
ধিন-তা নানা-না
ধিন-তা নানা-না!

অাহা! অানাড়ি প্রেমের অারাধনা-
ভালবাসা মারহাবা!

কোন মন্তব্য নেই:

রঙ্গকাল

অামি মহাকাল

অামি অাকাশ অামি পাতাল অামি সুউচ্চ অামি পতিত। অামি নম্র অামি লৌহ অামি হার অামি বিজিত। অামি হাস্য অামি অশ্রু অামি মিলন অামি বিরহ। অাম...