মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০১৭

সত্যাস্বর্গ ভালবাসা

দেখ, অন্ত:লোকের প্রণয় দহন
ভাবো, দিব্যজ্ঞানের গরল মরণ।
এসো, ছায়াবীথিতে সরল জাপন
চল, সত্যলোকে অাকাশ পবণ।

গোধূলী যেথায় সূর্য ছড়ায়
অাধার যেথায় প্রভাত রাঙ্গায়।
কাঞ্চন যেথায় হোলি খেলে
বারি যেথায় ছন্দে নাচে!

কি অর্পন করেছি তোমায়-
দেখতে পাওনা?
কোন বীণা সেথায় বাজে-
শুনতে পাওনা?

পণ, তোমার সাথে থাকে সে
সর্বক্ষণ তার-ই মধ্যে বিরাজ করে।
সে রয় চিরসবুজ, অম্লানবদনে
ঐইতো ক্ষণে ক্ষণে হেসে উঠে!

হৃদয় ছুয়ে দেখো অাপনাকে
কার সে ধ্বনি উদিত হয় যে?
শিরার প্রতিটি পরতে পরতে।
কোন সে হাহাকার দহন উঠৈ?

প্রেমি সত্তার অাত্মাহুতি দিয়ে
প্রতিটি রক্তকণায় অাছি মিশে।
অন্তিম উপহার তোমার হৃদয়ে
মোর চির "সত্যাস্বর্গ ভালবাসা"!

কোন মন্তব্য নেই:

রঙ্গকাল

অামি মহাকাল

অামি অাকাশ অামি পাতাল অামি সুউচ্চ অামি পতিত। অামি নম্র অামি লৌহ অামি হার অামি বিজিত। অামি হাস্য অামি অশ্রু অামি মিলন অামি বিরহ। অাম...