বুধবার, ১৯ এপ্রিল, ২০১৭

ঘুম বিলাস

ঘুম বিলাসে  জাগে মোহ
ঘুম অায়েশে বিকার দেহ।
ঘুম কাতরে উলট ভাবনা
ঘুম চাদরে রথে চড়া।

ঘুম ঘোরে অলস মন।
ঘুম দেহে অচল যাপন।
ঘুম হাওয়ায় দিল প্রশান্ত
ঘুম প্রানে বহে অানন্দ।

ঘুম বহরে দাদীর কিচ্ছা
ঘুম অাবেশে মায়ের ছোয়া।
ঘুম জড়ানো সহোদরের গুতা
ঘুম তুলিতে প্রিয়ের মায়া।

ঘুম নিশ্বাসে নাকের বাদ্য
ঘুম চেহারায় পবিত্র অর্ঘ।
ঘুম বাহুতে স্বাধীন মূর্ত
ঘুম রাজ্যে পঙ্কিল মুক্ত।

ঘুম নয়নে পিটপিটানি
ঘুম কন্ঠে বিরবিরানি
ঘুম সপ্নে উুড়াউড়ি
ঘুম নেশায় অালসেমি।

ঘুম অামার প্রিয় ঘুম
তোমায় অনেক ভালবাসি!

কোন মন্তব্য নেই:

রঙ্গকাল

অামি মহাকাল

অামি অাকাশ অামি পাতাল অামি সুউচ্চ অামি পতিত। অামি নম্র অামি লৌহ অামি হার অামি বিজিত। অামি হাস্য অামি অশ্রু অামি মিলন অামি বিরহ। অাম...