রবিবার, ১ এপ্রিল, ২০১৮

পৌছাতে অতীতে

তাঁরাদের নামতা ধরে  নিস্তব্ধতার গহীনে
সময় অাবার অবেলায় দ্বারে কড়া নাড়ে।
বৃদ্ধ সময়ের সেই বৃথা চেষ্টাই সার তবে
বর্তমান পিছে ফেলে পৌছাতে অতীতে!

বৃদ্ধ সময়ের অতীত অাজ বিষম জীর্ণ 
রিক্তের বেদনায় অপেক্ষা মহাকালের।
তার কালের প্রতি একটুক্ষণের ভিক্ষে 
যদিবা ছুতে পারে সবুজ গাঁয়ের দেশে!

কোন মন্তব্য নেই:

রঙ্গকাল

অামি মহাকাল

অামি অাকাশ অামি পাতাল অামি সুউচ্চ অামি পতিত। অামি নম্র অামি লৌহ অামি হার অামি বিজিত। অামি হাস্য অামি অশ্রু অামি মিলন অামি বিরহ। অাম...