বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০১৬

ঋণাত্বক ভালবাসা

গহীনতায় অাত্মার প্রসারতা,
বলতে ব্যাকুল প্রেম উপখ্যান।
প্রত্যাশায় কৃষ্ণের ব্যাপনশীলতা,
ভেবে নিখোজ পদ্যছন্দের অাখ্যান।

নিস্তব্ধতায় অালোক অন্তঃপুরীতা,
অবলোকন যাতনায় সপ্ন দৃষ্টিভ্রম।
ভালবাসায় প্রেমিক অজ্ঞতাপ্রসূত,
অর্নিবান প্রজ্বলন বিবর্ণ বিরহতুষ্ট।


ঐকতানের ঐ নির্দয়া হন্তরক,
অনুঘটকের মরণপণ বিষক্রিয়া।
নিউক্লিয়াসের নিরবতার নামই

'অপ্রত্যাশিত বিশ্বাসঘাতকতা'।

দুতরফা দাখিলার
একতরফা ফলাফল;
জারন-বিজারনে
নিষ্ক্রিয় পদার্থের দাদাগিরি;
চাহিদা-যোগানে
উপযোগিতার অভাবই
'বাস্তবতার নিষ্ঠুরতা'।

দর্শনে এনাটমির বর্ননা,
উপপাদ্য সম্পাদ্যে রুপান্তর,
ভাগ্যরেখার গাণিতিক বিশ্লেষণের নাম-ই
"অদৃষ্টের অসামঞ্জস্যতা"।

ভূগোলে চারুকলার অার্বিভাব,
সাহিত্যে অাপেলতত্বের প্রভাব,
ধর্মে পার্থিবের উপস্থিতির নাম-ই
"অলীকদিব্যার একত্রতা"।

সঙ্গীবিহীন অাত্মার নিকটত্ব,
অবাস্তবে মেকী মিলনোৎসব,
কল্পিত কথোপকথনের নামই

"নিষ্ফলা বাহুল্য ভালবাসা"।

ভালবাসায় বিরজমান সন্ধেহ
স্বপ্নলোকে বাস্তবতার পরছায়া
মিলনে বিচ্ছেদের অাকণ্ঠ রবই
"প্রলয়ের অাধিক্য ভালবাসা"।

অতঃপর দিব্যা,
অলীক ভালবাসে তোমায়।
তোমার চিরন্তন অনুপস্থিতিকেও!

কোন মন্তব্য নেই:

রঙ্গকাল

অামি মহাকাল

অামি অাকাশ অামি পাতাল অামি সুউচ্চ অামি পতিত। অামি নম্র অামি লৌহ অামি হার অামি বিজিত। অামি হাস্য অামি অশ্রু অামি মিলন অামি বিরহ। অাম...