সোমবার, ২৫ জুলাই, ২০১৬

আকুতি

দেখি নাই লাল টিপ এ তোমায় ,
দেবে লাল টিপ-
দেখাবে একবার !

শুনিনি তোমার  নুপুরের ছন্দ,
পরবে নূপুর-
দেখাবে একবার !

দেখিনি মেহেদী রাঙা হাত
দেবে মেহেদী-
দেখাবে একবার !

দেখি নাই লাল শাড়ীতে কোনো দিন,
পরবে লাল শাড়ী-
দেখাবে একবার !

দেখি নাই হাতে বালা
দেবে বালা হাতে-
 দেখাবে একবার !

দেখি নাই  কানে দুল কখনো
পরবে কানে দুল-
দেখাবে একবার!

দেখি নাই পরনে গলায় হার
পরবে গলায় হার-
দেখাবে একবার !

কোন মন্তব্য নেই:

রঙ্গকাল

অামি মহাকাল

অামি অাকাশ অামি পাতাল অামি সুউচ্চ অামি পতিত। অামি নম্র অামি লৌহ অামি হার অামি বিজিত। অামি হাস্য অামি অশ্রু অামি মিলন অামি বিরহ। অাম...