রবিবার, ১৪ আগস্ট, ২০১৬

অনুকরন গোলক

যে অত্যান্ত কুৎসিত অবহেলায়
মুখ ফিরিয়ে নিয়েছ,
যে সহসাই বদলে গেছে,
সবকিছু বদলে দিয়েছ।

যে শুধূ ছকে বাধা জীবন কামনা করে,
যে জীবনে ব্যর্থতাকে ভয় পায়।


যার কোন রাগ নেই বলে বিশ্বাস করে না,

নেই কোন জরা।
যে হিংসাকে অস্বীকার করে,

জটিলতা পরিহার করতে চায়।

কুটিলতাহীন অার যুদ্ধ বিমুখ

একজন মানুষ।

তার সবকিছুই অাছে,

কোন কিছুই যেন হারাবার ভয় নাই।
সে শুধূ চায় সফলতা,

সবকিছু ঠিক যেভাবেই সে চায়।

তবে শোন হে সঙ্গী,

ওটাকে জীবন বলে না,
অাসলে তা ভয়ৎকর

একঘেয়ে সময়ক্ষেপণের নামান্তর।

যে জীবনে চরম অনিশ্চয়তা খেলা করে,

ডুবতে ডুবতে ভেসে ওঠে
তাকেই জীবন বলে-
বৈচিত্রময় জীবন।

তবু তুমি বদলে গেছ

ছকে বাঁধা জীবনের জন্য
সবকিছুই বদলে গেছে।

শুধূ বদলাইনি অামি-

তোমাকে অাজো অন্তরে রেখেছি
হৃদয়কে করেছি চতুষ্কোণ প্রতিবিম্ব।

চৌকোনাতেই অাছ তুমি

চাঁরটি ভিন্ন ভিন্ন রংয়ে।
প্রথমকোণে সাদা মানবী,
দ্বিতীয় কোণে লাল পরী,
তৃতীয়কোণে হলুদ পাখি,
অার চতুর্থকোণে কালো মূর্তি।

তোমায় পাবার জন্য অামি এখনো

তোমার অনুকরন গোলকে অাবদ্ধ।

যদিও কোনদিন তোমার দৃষ্টিতে

তেজস্বী সিংহ ছিলাম না,
বরাবরের মত ধূর্ত ইদুর বলে
ভর্সণা করেছ প্রতিক্ষণে।

তবু অামি বদলাইনি প্রিয়তমা বধূ-

তোমার জন্য রয়েছে বুকের ভিতর
জন্ম নেওয়া গভীর ভালবাসা।

তুমি অনেক বদলে ফেলেছ নিজেকে,

শুধূ বদলাইনি নীল সমুদ্র
সবুজ পর্বত অার অামদের নীল অাকাশ।

তাইতো ইচ্ছে করে পর্বতের চূড়ায়
একা বসে তোমার কথা ভাবতে
অার পাহারি কড়ই গাছের
দিকে তাকিয়ে থাকতে।

বাসাতের শব্দ শুনতে শুনতে

ঝরনার পানিতে পা ডুবিয়ে থাকতে চাই।
নীল অাকাশের দিকে তাকিয়ে
 অানমনে তোমার কথা বলতে চাই।

যখন অন্ধকার নেমে অাসবে
 তখন অাধারে নিজেকে হারিয়ে
 নক্ষত্র গুনতে চাই।

তোমার জন্য অাজও অামাকে ভাঙ্গি-গড়ি

অনুকরন করি তোমার কথা মালাকে
এখনো তোমার অনুকরন গোলোকে অামি বন্দী।

এ বন্দী মুক্তির অপেক্ষায়-

'তোমায় ভালবাসে নিরন্তর'!

কোন মন্তব্য নেই:

রঙ্গকাল

অামি মহাকাল

অামি অাকাশ অামি পাতাল অামি সুউচ্চ অামি পতিত। অামি নম্র অামি লৌহ অামি হার অামি বিজিত। অামি হাস্য অামি অশ্রু অামি মিলন অামি বিরহ। অাম...