রবিবার, ১৪ আগস্ট, ২০১৬

-দিবাসপ্নের মায়ায়-


অমবশ্যায় নিঝুম দ্বীপে বিনিদ্র অামি-
জোছনা দেখবো বলে।

শ্রাবনের ধূসর মেঘমাল্যে দৃষ্টি অামার-
দিবাকর দেখবো বলে।

কল্পনার ব্যস্তানুপাতিক বাস্তবতায় নিত্যদিন অামার-
সপ্ন দেখবো বলে।

ক্লেশে সখ্য অামার ভারী-

সুখকে ছোবো বলে।

মৃত্তিকার অতলে বসবাস অামার-

অাকাশ দেখবো বলে।

ষষ্ঠ ইন্দ্রিয়কে বির্সজন দেয়েছি-

বিদ্বান হবো বলে।

হিম হাওয়ায় গতর জুরাই-

বসন্তবায়ুর খোজে।

ভাটির না'য়ে পাল তুলি-

জোয়ারে ভাসবো বলে।

কুয়াতে সাতার কাটি অামি-

সমুদ্র স্নানের অাশে।

মনুষ্যবিহীন মহাকালের খেয়া একলা পরিব্রাজক অামি-

প্রিয় প্রাণের সন্ধানে।

জীবনানন্ত ছুটে বেড়াই বেদুইন অামি-

সপ্ম কুটিরের খোজে।

তোমার মেরুর বিপরীতে অাজন্ম বসবাস অামার-

তোমাকে পাবো বলে।

মরণের সাথে গড়েছি সখ্য মৃত অামি-

জীবনকে পাবো বলে।

এভাবেই বেশ অাছি-
দিবাসপ্নের মায়ায়!

কোন মন্তব্য নেই:

রঙ্গকাল

অামি মহাকাল

অামি অাকাশ অামি পাতাল অামি সুউচ্চ অামি পতিত। অামি নম্র অামি লৌহ অামি হার অামি বিজিত। অামি হাস্য অামি অশ্রু অামি মিলন অামি বিরহ। অাম...