বুধবার, ৩১ আগস্ট, ২০১৬

মুচলেকা

অন্তর্ধানে অাগুন লেগেছে
অতৃপ্তির শিখা। 

ওহে তৃপ্তা!
এক নহর তৃপ্তি চাই,
অন্তঃদহন সাধনে
কথা দিচ্ছি এবার অার হতাশ হবে না তুমি


প্রভাত ফেরীতে অাগমনের ডাক,
নব্য দিগন্তে,

ওহে প্রভাত!
এক মুঠো সকাল চাই
রোদ্র গায়ে মাখিতে
কথা দিচ্ছি এবার অার কষ্ট পাবেনা তুমমি


গোধূলীতে অাকাশ সং সেজেছে,
অাপনাকে রাঙ্গাতে

ওহে অাকাশ!
এক মুঠো গোধূলী চাই,
মনকে রাঙ্গাতে
কথা দিচ্ছি এবার অার দঃখ পাবেনা তুমি


গহীন নিশীতে অনিদ্রা ঘুমে,
সহস্র মহাকালে

ওহে অনিদ্রা!
এক খন্ড ঘুম চাই
সপ্নকে সাজাতে
কতা দিচ্ছি এবার অার ব্যাথিত হবে না তুমি


পূর্ণিমার মায়ায় অমরাবতীর ডাক,
সুখের হাতছানিতে

ওহে অমরাবতী!
ইন্দ্রপুরীর অাদর চাই,
তোমার ভালবাসতে
কথা দিচ্ছি এবার অার কাঁদবেনা তুমি

রাঙ্গা পরীর লাজ ভেঙ্গেছে,
সজ্জল দৃষ্টিতে

ওহে পরী
এক চিমটি লজ্জা চাই,
ভালবাসা রাঙ্গাতে

কথা দিচ্ছি এবার অার বিব্রত হবেনা তুমি

কোন মন্তব্য নেই:

রঙ্গকাল

অামি মহাকাল

অামি অাকাশ অামি পাতাল অামি সুউচ্চ অামি পতিত। অামি নম্র অামি লৌহ অামি হার অামি বিজিত। অামি হাস্য অামি অশ্রু অামি মিলন অামি বিরহ। অাম...