রবিবার, ১৪ আগস্ট, ২০১৬

অন্ধকারের প্রেম

কানের কাছে অনবরত টিপ টিপ বর্ষণ।
মনে হচ্ছে কোন বিরহী নারীর প্রেমিকতে
মিলনের ক্রন্দনরত অাত্মচিৎকার।

সবার কানে ক্রন্ধনের অাওয়াজ অাসছে
শুধূমাত্র অন্ধকারের ঐ প্রেমিক ছাড়া।

সে এখন দিব্যি ঘুমায়।

কেমন প্রেম এটা যার শুধূ অন্ধকারেই বাস?
ভোর হওয়ার অাগেই মিলিয়ে যায়-
লোকচক্ষুর অাড়ালে, সমাজকুলের অগোচরে?

অালোতে যে প্রেমিক অাসতে পারেনা

তাকে কি প্রেমিক বলা যায়?


অার যাই হোক সুপারম্যান নয় সে-
হতে পারে সুপারহান্টার।

কোন মন্তব্য নেই:

রঙ্গকাল

অামি মহাকাল

অামি অাকাশ অামি পাতাল অামি সুউচ্চ অামি পতিত। অামি নম্র অামি লৌহ অামি হার অামি বিজিত। অামি হাস্য অামি অশ্রু অামি মিলন অামি বিরহ। অাম...