রবিবার, ১৪ আগস্ট, ২০১৬

তোমাকে ভালবাসি

ওহে রুপসী বধুয়া!

তুমি অামার রাঙ্গা বউ
রাঙ্গা বউ এর রাঙ্গা গরন,
মধু চন্দের অাভা

লাল শাড়িতে জানোকি বউ
তুমি লাগো অপরূপা।

রক্তজবা ওষ্ঠধরে সিদুর রং এর মায়া
লাল লিপিস্টিকে বউ তোমাকে লাগে অতুলনীয়া।

রক্তাভ পরীর অববয়ে অপ্সরার গরন
কালোকেশী কন্যার কালো চুলে অমানীশার ভুবন।

লজ্জাবতী প্রিয়তার প্রেম দোলে ঐ লাজুকলতায়
প্রভাতফেরীর সপ্তক সপ্ন হোলি খেলে বউ এর চোখের তারায়।

সুকণ্ঠী প্রিয় কোকিলা তোমার মিষ্টি মধুর বানী
সরু শৈষ্ঠবের প্রতিটি কোনে চুম্বকীয় হাতছানি।

চিকনা কচি ডগা অার ডাগর কায়ায় সুবাসিনী চন্দনের অাবহ
পরিনীতার ভরাট অঙ্গে যৌবনের প্রবাহ।

প্রিয়দর্শিনীর সরু নাকে মুক্ত বিন্দুর ঝিলিক
বউয়ের ললাটে গোধূলীর রং ছুটছে দিকবিদিক।

প্রিয় সফেদ মুখখানা তাহাতে অপূর্ব তিল
মিষ্টি হাসির মায়াবীণে কিল হয়েছে দিল।

পেলব নম্র হাত তোমার, পাখির ডানার বাস
চিকন মায়ার হাতের ছোয়ায় মিটে মনের অাশ।

মহাপুরুষ অামি পাগলপ্রায় পাগলী প্রিয়ার চাহনীতে
অর্ঘমাল্য অাজি ধন্য নিজে সপে তোমার পদতলে।

পদ্মরানীর সর্পীচলনে বিদ্রোহী যৌবনের বিচরন
গদ্য পদ্য অাজ খেই হারিয়েছে করিতে প্রিয়তমের কিত্তন।

প্রিয়সখী! কপাট সরাও
গ্রহন করো প্রেমমাল্য, এসো স্রোতে ভাসি।

অাপন করো অামায়-
একবার বলো "প্রিয়তম গাধা, পরিভ্রমণ তোমার হৃদয়ে
তোমাকে ভালবাসি।"

অাকুতি মিনতি সখি
চল সাত পাকে বাধা পরি
এবার হও বাস্তবতা,
দেবী অামার তুমি
তোমাতে পুজোয় অামি দিওয়ানা।
কোন উপমাতেই প্রিয়দেবী হয়না তোমার তুলনা।

ওহে সখি!

তুমি অামার শুধুই "রাঙ্গা বউ", "ভালবাসা"
তুমি কখনো ভুলোনা।

কোন মন্তব্য নেই:

রঙ্গকাল

অামি মহাকাল

অামি অাকাশ অামি পাতাল অামি সুউচ্চ অামি পতিত। অামি নম্র অামি লৌহ অামি হার অামি বিজিত। অামি হাস্য অামি অশ্রু অামি মিলন অামি বিরহ। অাম...