বুধবার, ৩১ আগস্ট, ২০১৬

প্রেমকাহন

অাজি তোমার অাকাশে তাঁরার মেলা বসবে,
রূপার তাঁরা।

অাজি তোমার অাকাশে উল্কা খসে পড়বে,
বিমুগ্ধ উল্কা।

অাজি তোমার অাকাশে পরীর বিয়ে হবে,
নীল পরীর।

অাজি তোমার অাকাশে মেঘের লুকোচুরি হবে,
সাদা মেঘের।

অাজি তোমার অাকাশে পাখির সুর তুলবে,
রাত জাগা পাখির।

অাজি তোমার অাকাশে নৃত্যের মেলা বসবে,
ময়ুরপঙ্খির নৃত্য।

অাজি তোমার অাকাশে বাসা বাধবে,
মধূচন্দ্রীমার বিছানা।

অাজি তোমার অাকাশে সপ্ন অাসবে,
ভয়ংকর সুন্দর সপ্ন।

অাজি তোমার অাকাশে গল্প হবে
ফিসফিসানি গল্প।

অাজি তোমার অাকাশে বসন্ত বায়ু বইবে
বাসন্তী পবন।

অাজি তোমার অাকাশে পতাকা উড়বে,
শান্তির পতাকা।

অাজি তোমার অাকাশে জোঁসনা ছড়াবে,
ফর্সা জোঁসনা।

অাজি তোমার অাকাশে অালো ছড়াবে,
সপ্তবর্ণা অালো।

অাজি তোমার অাকাশে বৃষ্টি নামবে

উষ্ণ বৃষ্টি।

কোন মন্তব্য নেই:

রঙ্গকাল

অামি মহাকাল

অামি অাকাশ অামি পাতাল অামি সুউচ্চ অামি পতিত। অামি নম্র অামি লৌহ অামি হার অামি বিজিত। অামি হাস্য অামি অশ্রু অামি মিলন অামি বিরহ। অাম...