বুধবার, ৩১ আগস্ট, ২০১৬

কলঙ্কিত মেঘমালা

নীলচে অাকাশে কালো মেঘের অানাগোনা
ওহে বৃষ্টি! অাকাশ কলঙ্ক হতে মুক্তি চায়-
চিরন্তন মুক্তি।

তোমার প্রতিটি বৃষ্টিকণায় সবটুকু সপ্ন ছড়িয়ে দিলাম
মেঘ তুৃমি বৃষ্টি হয়ে ধূয়ে দাও ঐ কলঙ্ক-

ফিরে অাসুক নীলাকাশ।


অার বৃষ্টিকণা ছড়িয়ে দাও বিশ্বলোকে
যেথায় সপ্নগুলো গুমরে মরে।


তারপরও এই কালো মেঘ খুবই ভয়ংকর
বারবার অাগ্রাসনে ছেয়ে যায় নিলাকাশ।


তাইতো বৃষ্টি তোমায় প্রার্থনা প্রতিক্ষণে
হোক না গগনপালে কলঙ্কের লিখন!


তবেই না স্বাদ অাহ্লাদে তোমায় ডাকিতে পারি।



বৃষ্টি তুমি ছিলে সৃষ্টির পূর্বে
বিরজমান থাকবে সৃষ্টিনাশের পরে-
অনন্ত নক্ষত্রবিথীকায়।


হে কলঙ্কিত মেঘমালা!

বিচলিত নই অামি, সুস্বাগতম তোমায়-
বৃষ্টির তরে!

কোন মন্তব্য নেই:

রঙ্গকাল

অামি মহাকাল

অামি অাকাশ অামি পাতাল অামি সুউচ্চ অামি পতিত। অামি নম্র অামি লৌহ অামি হার অামি বিজিত। অামি হাস্য অামি অশ্রু অামি মিলন অামি বিরহ। অাম...