রবিবার, ১৪ আগস্ট, ২০১৬

অনুশোচনা.....


কোন অালোকে সপ্ন চাহি দিপ্তিলোকে ভুলে?
কোন পূর্ণিমা অঙ্গে মাখি চন্দ্রিমাকে ভুলে?

কোন অাকাশে ফানুস উড়াই গগনীকে ভুলে?
কোন মৃত্তিকায় বসত করি ধরনীকে ভুলে?

কোন উল্কার পতন গুনি সন্ধাতারা ভুলে?
কোন তারাতে জেগে থাকি শুকতারা ভুলে?

কেন খেয়াতে না'ও বাহি জীবনতরী ভুলে?
কোন দিকে পাল তুলি মনপবনকে ভুলে?

কোন মরীিচকায় বসত করি, প্রিয়মুখ ভুলে?
কোন মনেতে এবাদত করি, প্রিয়ার উপসনা ভুলে?

কষ্টের গরল পিয়ে, দুঃখিনী হাহকারে,
হারিয়ে অাপনাতে, তুমি গো 'প্রিয় এর বিরহে'!

অজ্ঞাত, অবুঝ, অসমর্থ অামি,
অাজো ব্যর্থ তোমায় বুঝিতে।

'অালোকে অন্ধকার অার অন্ধকারকে অালোক'- বিচারে ভুল।
সাংঘাতিক ভুল, মারাত্তক ভুল!

বিষাধসিন্ধুতে ভাসাই তোমায়
বিরহের প্রতিশোধগ্রহণ !

অাজি তুমি নিশ্চুপ, নিদ্রাবিভোর
মূক-বধির, প্রিয়তে অাড়ি,
অভিমানী, অর্ন্তমূখি, বাসা বাধো অন্তঃপুরে
মায়ার বাধন ছাড়ি।

কও না কথা একবার!
কি ভুলটাই না হলো!
কতোবার তোমায় ডাকি!

অাহারে!
প্রিয়সখায় নাহি চিনি
বধূর মন নাহি পড়ি
অকারনে ভুল বুঝি!

দিকবিদিক চিন্তাশূন্যে
বিভ্রান্ত অামি, মাতাল অামি।

অপরিনামদর্শী-
প্রেমার্ঘ্য পদতলে গড্ডলিকায় ভাসি।

কি দুঃসাহস অামার, কি নিষ্ঠুর অামি!
অাহা! কি অনুশোচনায় মরি!

অায়! অার একাবার ফিরে অায়
করো অামায় সখি।

গোলাম-দাস, অাজ্ঞাবহ- ভৃত্য
জ্ঞানী-মূর্খ, বিজেতা-বিজিত
যেরূপেই চাস অামি হতে রাজি।

সন্দেহ সব মিথ্যা
অবিশ্বাস সব অলীক
সব অভিযোগ মেকি

তুমি শ্বাশত
ভালবাসা সত্যি
অামি সত্যি
তোমার জন্য সত্যি।

শুনো বাবু!
দেখো কত নামে অামি তোমায় ডাকি!

প্রিয়তমা বধূ জিকির তোমাতে-
জপিতে অাকুল অামি।

প্রতিজ্ঞা করছি-
এবার শুধুই চিরসুন্দর, চিরসত্য
চিরসবুজ, চিরসহচর হবো;

শুধু ভালবাসবো, শুধু ভালবাসবো, শুধু ভালবাসবো!
অামি তোমাকে ভালবাসি।"

কোন মন্তব্য নেই:

রঙ্গকাল

অামি মহাকাল

অামি অাকাশ অামি পাতাল অামি সুউচ্চ অামি পতিত। অামি নম্র অামি লৌহ অামি হার অামি বিজিত। অামি হাস্য অামি অশ্রু অামি মিলন অামি বিরহ। অাম...