রবিবার, ১৪ আগস্ট, ২০১৬

মৃত্তিকার মায়া

প্রথাবিরুদ্ধ পথিকমৃত্তিকাগর্ভ ভেদে
যখন বীজ থেকে চারায় অবিভূত হয়,
তার গন্ডি তাকে বড় করে
অতি আপনার করে।

সেও বড় হয়
তার আপনারদের রং বদলায়
মিলিয়ে যায় সবাই মৃত্তিকায়।

একলা পথিক তার সর্বস্ব প্রদানে
প্রকৃতিজাতকে করে সমৃদ্ধ।

তবুও বিরুদ্ধ ঝড় আসে
মগডাল ভাঙ্গে।
কেওবা এসে মূল-ই উৎপাটন ঘটায়।

মৃত্তিকায় জন্ম তার
তবুও মৃত্তিকাই যেন সবচেয়ে ভয়ংকর।

কোন মন্তব্য নেই:

রঙ্গকাল

অামি মহাকাল

অামি অাকাশ অামি পাতাল অামি সুউচ্চ অামি পতিত। অামি নম্র অামি লৌহ অামি হার অামি বিজিত। অামি হাস্য অামি অশ্রু অামি মিলন অামি বিরহ। অাম...