রবিবার, ১৪ আগস্ট, ২০১৬

বাস্তবতা

পৃথিবীতে কেউ খারাপ না,
কোন কিছুই খারাপ না।

বিশ্বলোকে যা কিছুই ঘটে সবই
পারিপার্শ্বিক অবস্থার জন্য।
অবস্থা ভাল কি মন্দ তাও নির্ভর করে
পারিপার্শ্বিকতার জন্য। 

একজন মানুকে চিনতে হলে
অাগে তাকে নয়,
তার পারিপার্শ্বিক অবস্থা জানা
অতীব জুরুরি।

সমস্যা হলো কেউ তার ধারের
কাছে যেতে চায়না।
অার এজন্যই যা খারাপ ছিল
তা অারো খারাপের দিকে পতিত হয়। 

অামরা শুধূ ছিঃছিঃ ছিঃ
বলা নিয়েই ব্যস্ত থাকি।

কোন মন্তব্য নেই:

রঙ্গকাল

অামি মহাকাল

অামি অাকাশ অামি পাতাল অামি সুউচ্চ অামি পতিত। অামি নম্র অামি লৌহ অামি হার অামি বিজিত। অামি হাস্য অামি অশ্রু অামি মিলন অামি বিরহ। অাম...