রবিবার, ১৪ আগস্ট, ২০১৬

সৌভাগ্য

সৌভাগ্য খুবই অাপেক্ষিক ব্যাপার।
উদাহরন স্বরূপ,
এমনও হতে পারে যে তুমি নিজেকে
নিতন্তই সাধারন গোছের
একজন মানুষ ভাবতে ভালবাস

সহজভাবে বাঁচতে চাও
অপরদিকে অামি খুবই ভাগ্যহীন।

অামার সামনে তাই তোমাকে
দেখাবে অসাধারন ভাগ্যবান।
অাবার তুমিও এমন কাওকে পাবে
যার কাছে তোমাকে ভাগ্যহীন মনে হবে,
তাকে মনে হবে সৌভাগ্যবান।

জীবন একটা গোলক ধাধা,
এটাকে সহজভাবে বিশ্লেষণ করাটা যেমন বোকামী,
অাবার জটিল করাটা অারো বোকামী।

যার যা অাছে,

তাই নিয়ে সন্তুষ্ট থাকা উচিত নয় কি?

কোন মন্তব্য নেই:

রঙ্গকাল

অামি মহাকাল

অামি অাকাশ অামি পাতাল অামি সুউচ্চ অামি পতিত। অামি নম্র অামি লৌহ অামি হার অামি বিজিত। অামি হাস্য অামি অশ্রু অামি মিলন অামি বিরহ। অাম...