রবিবার, ১৪ আগস্ট, ২০১৬

অাত্মমূল্যায়ন

কালনদের বাঁকে বাঁকে নিজ অানন্দের লাগি
তোমার অক্ষপথে অামার প্ররিভ্রমন।

মহাকাশের তাঁরার ন্যায় অনবরত সুখ কুড়িয়েছি
অাবার কষ্টের উল্কা ঝড়ে পরেছি অতলে
হািরয়েছি কৃষ্ণগহব্বরে।

সময়ের নির্দয় অাচরন
জীবনের অারো গভীর মানে উপলোপদ্ধি করিয়েছ।

কষ্টদান করেছ বলে অনুশোচনা করাটা যেমন নামান্তর 
তেমনি সুখ কেড়েছি বলে অনুতপ্ত হবোনা কোনদিন।

কষ্ট-সুখের মিশেলে হয়েছি অারো পরিনত।

জীবনাবৃত্তে অাপন স্বার্থ
নিজ সুখ চরিতার্থ করার লাগি
অামি বন্ধু তোমার কাছে অাসি
আবার দূরতম কক্ষপথে ফিরে যাই স্বার্থ ফুরালে।

অাত্মমূল্যায়নে সত্যই জগতের সবচেয়ে স্বার্থপর প্রাণী অামি।

কোন মন্তব্য নেই:

রঙ্গকাল

অামি মহাকাল

অামি অাকাশ অামি পাতাল অামি সুউচ্চ অামি পতিত। অামি নম্র অামি লৌহ অামি হার অামি বিজিত। অামি হাস্য অামি অশ্রু অামি মিলন অামি বিরহ। অাম...