রবিবার, ১৪ আগস্ট, ২০১৬

অপেক্ষা

অাটলান্টিক থেকে প্রশান্ত মহাসাগর
অালাস্কা হতে কোরীয় উপদ্বীপ
উত্তর থেকে দক্ষিণ মেরু
অামাজন থেকে সুন্দরবন
বিশ্বলোকে খুজেছি তোমায়।

খুজে ফিরেছি সৌরজগতে, গ্রহাণুপুঞ্জে
নিহারিকায়, ছায়াপথে ও ধ্রুব তারায়-

এখনো তুমি অদৃশ্য মানবী!

অাট ঘাট বেধে নেমেছি এবার,
মহাকর্ষ ছিন্ন করে মহাকাশ ছারি খুজতে যাবো কৃষ্ণ গহ্বরে।

বালিকাবধূ সেখানেই হবে অামাদের ধূষর বাসর।
অপেক্ষা করো অামি অাসছি।

কোন মন্তব্য নেই:

রঙ্গকাল

অামি মহাকাল

অামি অাকাশ অামি পাতাল অামি সুউচ্চ অামি পতিত। অামি নম্র অামি লৌহ অামি হার অামি বিজিত। অামি হাস্য অামি অশ্রু অামি মিলন অামি বিরহ। অাম...