রবিবার, ১৪ আগস্ট, ২০১৬

সমরসজ্জা তোমার জন্য


তোমার জন্য সমরসজ্জা প্রস্তুত,
অাইসিস এর মত ভয়ংকর প্রতিবন্ধক
তোমার অার অামার মাঝে

একে এসাল্ট ২২, একে ৪৭, গ্রেনেড,
গোলা, বারুদ, পিস্তল, তলোয়ার অার 
পাঁচটি হিংস্র হায়েনার মোকাবেলা।


ফারাজ অাইয়াজ হোসেনের মত রুখে দাড়াবো,
ভেঙ্গে দিব শৃঙ্খল,
প্রতিঅাক্রমনে ছিন্ন করবো প্রতিপক্ষের দূর্গ।

নেমেছি বীর বেশে-
অাত্মত্যাগ তোমার জন্য।

এবার অামি মরবোনা-
জয়ী অামকে হতেই হবে,
দুষ্টের বিনাশক হয়ে,
তোমার কাছে অাবার ফিরে অাসবো।

ক্লান্তি অার ক্লেশের মৃশ্রনে রক্তাক্ত হাতে
সর্ব বন্ধুর পথ পাড়ি দিয়ে-
হাটু গেড়ে, ময়লা হাতে এক গুচ্ছ
শুষ্ক লাল গোলাপ নিবেদনে-
অাবার তোমার নয়নে নয়ন রেখে
কম্পিত কণ্ঠে বলে উঠবো-

বহুদুর হতে অাবার ফিরে এসেছি,
রাঙ্গা বউ- অামাকে একটু ভালবাসতে পারবা?

তোমার জীবনকে জীবনের তরে!

জীবন জীবিত তোমার ভালবাসায়,
জীবন মৃত তোমারই বিচ্ছেদে!

কোন মন্তব্য নেই:

রঙ্গকাল

অামি মহাকাল

অামি অাকাশ অামি পাতাল অামি সুউচ্চ অামি পতিত। অামি নম্র অামি লৌহ অামি হার অামি বিজিত। অামি হাস্য অামি অশ্রু অামি মিলন অামি বিরহ। অাম...