রবিবার, ১৪ আগস্ট, ২০১৬

লাল মায়াজাল

তুমি অামার রক্তকাঞ্চন
শাশ্বত লাল মায়াজাল।
লজ্জাতে প্রিয়সী লাল
মম হৃদয় ছুয়ে লাল।

প্রিয়ার বেনীতে লাল ফুল
লাল মেহেদির হাত,
লাজুক ঠোটে রাঙ্গা হাসি
রক্ত গোলাপের বাস।

তুমি অামার প্রাণ বধূয়া
হাজির মম রক্ত কণিকা।
দিলাম তোমার সর্ব অঙ্গে
জরিয়ে রেখো রক্তলাল।

ভালবাসা লাল লাল লাল,
ছুয়ে দিয়ে লাল লাল লাল
ভাঙ্গাও অামার লাজ,
লজ্জাতে অামি লাল।

কোন মন্তব্য নেই:

রঙ্গকাল

অামি মহাকাল

অামি অাকাশ অামি পাতাল অামি সুউচ্চ অামি পতিত। অামি নম্র অামি লৌহ অামি হার অামি বিজিত। অামি হাস্য অামি অশ্রু অামি মিলন অামি বিরহ। অাম...