রবিবার, ১৪ আগস্ট, ২০১৬

নব্য বর্ষ

আকাশপটে তার দৃষ্টিকোণ
চীর মুগ্ধকরণ নীলচে রংয়ের মাঝে তার বসবাস।

তার চারপাশ নীল ক্যানভাসে
এবরো-থেবরো সাদারংয়ের ছিটে।

প্রত্যহের ন্যয় আজও পুষণ ইষৎ রাঙ্গাত চোখে
দৃষ্টিপাত অবনীর পানে।

আজি বর্ষের আখেরি দিবস!


কোটি কোটি কালোত্তীর্ণ মহাকাল

অবিরাম ভালবাসা
হৃদয় নিংড়ানো প্রোজ্জ্বল ইস্ক-শিখায় স্নাত অবণী;

প্রস্থর থেকে আধুনিক

টিক টিক করে চলেছে হৃদয় জয়ের অভিযান।

আজও অবনী পুষণকে ভালবাসেনি!
কাল পহেলা বৈশাখ!


কালই হয়তো অবনী বলবে-

" ওহে পুষণ, তব প্রেমে আমি প্রেমাত্ব
শুভপ্রিয়তার শুভ নববর্ষ "।

ওহে বন্ধু!
আমি পুষণপ্রাণ আজন্ম ভালবাসি
তোমার অবণীপ্রাণে এই অনন্তকালের আবর্তে।

অপেক্ষা শুভ নব্য বর্ষের!

কোন মন্তব্য নেই:

রঙ্গকাল

অামি মহাকাল

অামি অাকাশ অামি পাতাল অামি সুউচ্চ অামি পতিত। অামি নম্র অামি লৌহ অামি হার অামি বিজিত। অামি হাস্য অামি অশ্রু অামি মিলন অামি বিরহ। অাম...