রবিবার, ১৪ আগস্ট, ২০১৬

অস্থির ব্যকুলতায়

ওহে প্রেমী, কতটুকু ভালবাসলে ভালবাসা কয়?
তোর অাত্মায় মম অাত্মা তুলছে রংঢং এর সাত লয়।

কতটুকু বিরহের অনলকে কষ্টানল কয়?
তব বিহনে সখা ছলছল নয়নজলে খেই হারায়।

কতোটুকু বিচ্ছেদে পাগলি বিচ্ছেদন কয়?
তোর এক সেকেন্ডের নিরবতা অসহ্য অসহনে বুক ফাটায়।

সখি কতটুকু কাছে অাসলেই কাছে অাসা কয়?
তোর ঠোটের উষ্ণ ছোয়ার তরে অাসফাসে ব্যাকুলিত হভাগা হৃদয়।

কতটুকু পিরিত কে সই পিরিতি মরণ কয়?
তোর প্রেমে প্রিয়া সহস্র-কোটি মরণে হরিস অামায়।

কতটুকু ছুয়ে দিলে ছুয়ে দেওয়া কয়?
তোর বুকে বাধি বাসা, ছুঁয়েছি তোর হৃদয়।

কতটুকু শিহরনে কায়ায় কাম অাসা কয়?
তোর যৌবনের বিটপী অঙ্গের খাজে-ভাজের তরজমাতে অস্থির ব্যকুলতায়।

সখি এক চিলতে ভালবাসনা অামায়!

কোন মন্তব্য নেই:

রঙ্গকাল

অামি মহাকাল

অামি অাকাশ অামি পাতাল অামি সুউচ্চ অামি পতিত। অামি নম্র অামি লৌহ অামি হার অামি বিজিত। অামি হাস্য অামি অশ্রু অামি মিলন অামি বিরহ। অাম...