রবিবার, ১৪ আগস্ট, ২০১৬

খাটি তৈল।

কেশবতী কন্যা
তোমার ঐ কালো চুলে হারিয়ে অামার হিয়া,
ছুটেছি মহাকালে, খুজিতে ফিরিতে মম অাত্মহারা।

ভ্রমর কালো ধার করে, চুলে অমানিশার বাসা
সর্পী বেনীর সুখের ছন্দে হই পাগলপাড়া

যত্নে রাখিও পরী ঐ দিঘল কেশের বাহারি ঢং।
কেশের গন্ধে  করিও মাতাল অামার প্রাণ।

কেশবতীর হৃদয় খাটি-
তোমারি স্পর্শে  তৈল হয় খাটি।

কোন মন্তব্য নেই:

রঙ্গকাল

অামি মহাকাল

অামি অাকাশ অামি পাতাল অামি সুউচ্চ অামি পতিত। অামি নম্র অামি লৌহ অামি হার অামি বিজিত। অামি হাস্য অামি অশ্রু অামি মিলন অামি বিরহ। অাম...