রবিবার, ১৪ আগস্ট, ২০১৬

উত্তরের অপেক্ষায়

কামিনী তব প্রেম সুধায় অামাতে উন্মাদনায়
উষ্ণ লহরি ঢংয়ে মাতাল অামি
তোমাতে মাতোয়ারায়।

সপ্ন অাজি সত্যি হয় চর্তুিদকের হাওয়ায়,
ধন্য মম হৃদয় প্রিত অামাতে
চমকিত অাত্মহারায়।

তুমি অনন্যা!
 তব অসীম ভালবাসার মায়াবী ছায়ায়,
সীমা পেরিয়ে সীমাহীন সুখ
অানন্দে তব নিশ্চুপ অভ্যর্থনায়।

কোমল অাদর মাখাতে নিদ্রাসুখ মোর
জাগরনে তৃপ্তি
প্রেম বর্ষণে অামি বর্ষিত
স্নাতে সুখানুভতি।

তোমারি উৎকণ্ঠায় অামি বিনিদ্র
নির্ভয়াতেও অনিষ্ঠ,
এই সাহসিক, এইতো ভীত
এই ধনবান, এইতো দরিদ্র।

প্রিয়তমা তোমারি অাপেক্ষিকতায়-
ক্ষণে ক্ষণে নয়নধারা রং বদলায়।

প্রিয়া তুমি প্রাণ, অাবার প্রাণঘাতী
নীল সিন্ধু, রাঙ্গা দিপ্তি
জোসনার শশাধর,
গোধূলীর অারতি।

একবাক্য সখী তুমি মোর-
"তিমিরে কান্ডারী"।

তোমাতে অধিকারে-
"সাত মনিহার, সপ্তবর্না, চিরসবুজ, লাললজ্জা, পবিত্র সফেদ"
অাজি অাত্মবিসর্জনে

অস্থির ব্যাকুলতায় প্রেমনিবেদনে
অার তোমারি পদ্মপায়ে লুটাতে ।

অপূর্বা, অপরূপা, অতুলনীয়া, দূর্বোধ্যা তুমি
কি সাহস অামার তোমায় অাবিস্কারে!

তুমি রাগরাগিণী, নিভৃতচারীনী, অর্ন্তমূখিনী, বর্ণচোরা
কোন রংঢংয়ে অামি চিনি?

প্রিয়তমা বধূ!
এতো অাতিথ্য কোথা পাও!
কোন ঢংয়ে ভালবাসা হয় এতো মধুময়!

কসম সখি, তুমি অামার অাজন্ম ভালবাসা
ভয় হয়, সাতজনমে এমনি করে ভালবাসবা তো?

বলো সখি বলো- চটজলদি বলো!
উত্তরের অপেক্ষায়।

কোন মন্তব্য নেই:

রঙ্গকাল

অামি মহাকাল

অামি অাকাশ অামি পাতাল অামি সুউচ্চ অামি পতিত। অামি নম্র অামি লৌহ অামি হার অামি বিজিত। অামি হাস্য অামি অশ্রু অামি মিলন অামি বিরহ। অাম...