রবিবার, ১৪ আগস্ট, ২০১৬

অনুশোচনা

কতো ত্যাগ, কতো মায়া
কতো কষ্টে অামায় করেছ ধারন;
তোমায় ছেরে অাজ সুখ খুজি মা
ভুলে তোমার লালন।

মম ললাটে তোমার স্নেহচন্দন টিপ
অার সাজের মায়ায় একেছ চন্দ্রবিন্দু,
ওরে অামার সোনা পাখি, ময়না পাখি
টিয়া পাখি ডাকে বেধেছ মায়ার সিন্ধু।

কত রজনী নির্ঘূম অার কতটা উৎকন্ঠা
একবার কেদে উঠলে,
তোমার স্নেহপর ধন এখন দিব্যি ঘুমায়
কিছুই অাসে যায় না তাতে।

'সাত রাজার ধন' এক দিন সাত রাজাসম বিরত্ব রাখবে তোমার পায়ে,
নিজ স্বার্থে বিকিয়েছি তোমার পা দুখানি,
হারিয়েছি দেশান্তরে।

কি ভুলটাই না করলে মা!

মস্ত মানুষ বানাবে, মস্ত জায়গায় পাঠালে,
ছেলে ঠিকই হচ্ছে মস্ত,
কিই বা লাভ হলো তোমার তাতে?

তোমার ছেলে দিব্যি সুখে, দূর পরবাসে বাস,
না খেয়ে অামায় খাওয়ানো,
তোমার হাতে মাখানো ভাতের ভুলেছি স্বাদ।

স্বরণে কি অাছে মা?
স্মৃতি ক্ষীণ হচ্ছে না?
অাজে ঘুম হয় খোকা বাবু ছাড়া?
তোমার তো বয়স হচ্ছে!

অাচলে হাত-মুখ মোছা
রাজকন্যার গল্প শোনা
এক রাজকন্যাতে অামার বচসা!

দেখ মা, অাজ নিজ অাশে রাজকন্যায় বসবাস
লাগেনা তোমার রুপকথা।

তোমার 'হাবলা' 'মাথা মোটা' ছেলে অাজ তোমায় জ্ঞান দেয়,
বিদ্বান অামি ঠিকি হয়েছি মা
তবে তোমার মত নয়।

দিন-মাস-বর্ষ নিদারুণ অপেক্ষা
ফিরতে তোমার কোলে,
বেকুব, নির্বোধ, অকৃতজ্ঞ অামি
অাজও ব্যর্থ তোমার পায়ে মাথা লুটাতে।

অনুশোচনায় দগ্ধ মা
ক্ষমা করো অামায়,
তোমায় অনেক ভালবাসি মা
ক্ষমা করো অামায়।

কোন মন্তব্য নেই:

রঙ্গকাল

অামি মহাকাল

অামি অাকাশ অামি পাতাল অামি সুউচ্চ অামি পতিত। অামি নম্র অামি লৌহ অামি হার অামি বিজিত। অামি হাস্য অামি অশ্রু অামি মিলন অামি বিরহ। অাম...