রবিবার, ১৪ আগস্ট, ২০১৬

মিনতি

দক্ষিণের বায়ু অামার খুবই প্রিয়,
সপ্ন দেখি- একদিন কংক্রিটের এই শহর ছেড়ে
 দক্ষিণের কোন জনশূন্য অরণ্যে 
চীরস্থায়ী বাসা বাধবো।

যন্ত্রের বাগডম্বরের বাইরে
কাচের দেয়াল অার অাত্মকেন্দ্রিক সমাজ ফেলে
প্রকৃতিজাত স্নেহে পরিপূর্ণ এক জীবন।

অরণ্য ধারে বয়ে যাওয়া
টলটলে পানিতে তৃষ্ণা মিটাবো।
তারি পাশে সবচেয়ে উচু
সবুজ বৃক্ষটি হবে অামার নিড়।
ছাদহীন ঘরে অামার সীমানা নীল অাকাশ।


ইচ্ছে হলে পাখির সাথে সুর তুলবো

ক্ষিদে পেতেই মাছ ধরে ঝলসে নিবো
রাতের অাকাশে তাঁরাদের সাথে গল্প করবো।


অার পাশে থাকবে তুমি অার সপ্নগুলো
প্রাগঐতিহাসিক যুগের ভালবাসায়

নতুন ভ্রণের জন্ম দিব অামরা।


নাম দিব অাদম নতুবা ইভ। 

নতুন সভ্যতার সূচনাতে

অামারা হবো অামরণ সহচর।
সপ্ন দেখি নিরন্তর, যাবে অামার সাথে?

কোন মন্তব্য নেই:

রঙ্গকাল

অামি মহাকাল

অামি অাকাশ অামি পাতাল অামি সুউচ্চ অামি পতিত। অামি নম্র অামি লৌহ অামি হার অামি বিজিত। অামি হাস্য অামি অশ্রু অামি মিলন অামি বিরহ। অাম...