রবিবার, ১৪ আগস্ট, ২০১৬

ভাগ্যবান

প্রিয়দর্শিনী
তব প্রতিদর্শনে নব্য দিগন্তের অারম্ভ-
রূপবতীর রূপকাঠির ছোয়ায় নব ইন্দ্রিয়ের প্রারম্ভ।

রুপকথার রাজকন্যারা হোলি খেলে প্রিয়ার যৌবনে
নিযুত কোটি রাজপুত্রের প্রেমনাজরানা প্রিয়তমার দরবারে।

অসাধারন তুমি নিতান্তপক্ষে সাধারনকে গ্রহন করে
অামি 'সাধারন' ভাগ্যবান তোমায় পেয়ে।

কোন মন্তব্য নেই:

রঙ্গকাল

অামি মহাকাল

অামি অাকাশ অামি পাতাল অামি সুউচ্চ অামি পতিত। অামি নম্র অামি লৌহ অামি হার অামি বিজিত। অামি হাস্য অামি অশ্রু অামি মিলন অামি বিরহ। অাম...